Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক মিলন মিয়া (২৫) কে প্রহার । 266 0

Khoborerchokh logo

ছবি ,আহত মিলন মিয়া

রংপুরের পীরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক মিলন মিয়া (২৫) কে  প্রহার ।
মোঃ মোস্তফা মিয়া পীরগঞ্জ,  রংপুর,   রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ।অভিযোগে জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের জনৈক নায়েব আলী গত ২০১৮ ইং সনের ১৩ আগষ্ট স্টাম মুলে সদরা কুতুবপুর গ্রামের মতিয়ার রহমানের পুত্র মিলন মিয়ার কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেয় । যথা সময়ে টাকা ফেরত না পেয়ে মিলন মিয়া গত মঙ্গলবার সকালে নায়েব আলীর বাড়ীতে যায় ।
এ সময় সেখানে টাকা নিয়ে মিলন মিয়া ও নায়েব আলীর মধ্যে বাক বিতন্ডা হয় ।
বাক বিতন্ডার এক পয়ায়ে নায়েব আলী, তারা মিয়া ও জেন্নাত আলী সহ ক’জন ব্যাক্তি মিলন মিয়াকে ব্যাপক প্রহার করে ।পরে গুরুতর অবস্থায় মিলন মিয়াকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
এ ব্যাপারে থানায়    মামলার প্রস্তুতি চলছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com